ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবছর এই ইউনিটে পাসের হার ১১ দশমিক ৮৪ শতাংশ এবং মোট পাস করেছে ৪ হাজার ৫২৬ জন। ফেলের হার ৮৮ দশমিক ১৬ শতাংশ।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখা থেকে পাশ করেছেন ৩ হাজার ৩১৭ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন ৫৭৭ জন। আর মানবিক থেকে পাশ করেছেন ৬৩২ জন।

এর আগে গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৮ বিভাগীয় শহরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী।

ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মেহেরাজ হোছাইন। এস.এস.সি ও এইচ.এস.সি জিপিএসহ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত মোট নম্বর ১০৫.৫৩। মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন লালমিয়া সিটি কলেজের শিক্ষার্থী মো. জিলহাজ শেখ। এস.এস.সি ও এইচ.এস.সি জিপিএসহ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত মোট নম্বর ৯৮.৯১। বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে মাসুদ। এস.এস.সি ও এইচ.এস.সি জিপিএসহ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত মোট নম্বর ৯৪.২৫।

এসময় জানানো হয়, এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ব্যবসায় শিক্ষায় ৯৩০, মানবিকে ২৫, বিজ্ঞানে ৯৫ জন করে মোট ১০৫০ টি। ব্যবসায় শিক্ষা, মানবিক, বিজ্ঞান- এই তিন বিভাগের যথাক্রমে ৩১৯৭৪, ২৫৭৫, ৩৬৮৬ করে মোট ৩৮২৩৫ জন পরীক্ষার্থী ছিল। এর বিপরীতে ভর্তি যোগ্য শিক্ষার্থীর সংখ্যা ব্যবসায় শিক্ষায় ৩৩১৭, মানবিকে ৬৩২, বিজ্ঞানে ৫৭৭ জন করে মোট ৪৫২৬ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তি ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে কিংবা যেকোনো মোবাইল ফোন থেকে বিজ্ঞান ইউনিটের জন্য DU BUS <Roll> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আগামী ১৮ জুন বিকাল ৩টা থেকে ৬ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১১ জুন থেকে ১৮ জুনের মধ্যে অফিস চলাকালীন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

এমএফ