ঢাকা-দিল্লি গ্লোবাল সাউথের অনুঘটকের ভূমিকা পালন করতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (১৮ নভেম্বর) রাতে ভারতের উদ্যোগে আয়োজিত ‘দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’ এর পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের ঐক্য, সহযোগিতা এবং ভাগ করার দৃষ্টিভঙ্গি গ্লোবাল সাউথের দিকে আমাদের যৌথ প্রচেষ্টার চেতনাকে সংজ্ঞায়িত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির দূরদর্শীতার নেতৃত্বে বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীদের জন্য একটি দৃষ্টিভঙ্গি হিসেবে ভাগাভাগি সমৃদ্ধির নীতি অনুসরণ করছে।  ড. মোমেন বলেন, আমরা বিশ্বাস করি, টেকসই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিবেশী দেশগুলির মঙ্গলের জন্য পারস্পরিকভাবে উপকৃত হবে। মোমেন স্বল্পোন্নত দেশ (এলডিসি) গোষ্ঠী থেকে স্নাতক হওয়া দেশগুলিকে ‘শাস্তির পরিবর্তে পুরস্কৃত করার’ প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং কমপক্ষে ছয় বছরের জন্য এলডিসিতে উন্নিত দেশগুলোর জন্য শুল্কমুক্ত এবং কোটা-মুক্ত বাজার অ্যাক্সেস অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি হ্রাস এবং সীমিত করার প্রতিশ্রুতি পূরণের জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান, উন্নত দেশগুলিকে আরও জলবায়ু অর্থ ও প্রযুক্তি প্রদানের আহ্বান জানান।