ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) আতাউর রহমান (৭০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কারারক্ষী নয়ন বলেন, রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জুয়েলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি কি মামলায় কারাগারে ছিলেন, সেটি বলতে পারছি না। তার বাবার নাম আব্দুর রহিম।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচএফ