ঢাকায় এলো ভারত

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ এসেছে কোহলি-রাহুল-রোহিতরা।  বৃহষ্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা শাহজালাল (র) আন্তর্জাতিক ক্রিকেট বিমাবন্দরে অবতরণ করে ভারতের ওয়ান ডে দলের সদস্যদের নিয়ে আসা বিমান।

৭ বছর পর টাইগার ডেরায় এসেছে তারা।  সবশেষ ২০১৫ সালে মোস্তাফিজুর রহমানের বিস্ময়কর বোলিংয়ে ওয়ানডে সিরিজে ২-১ এ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।  আজ প্রাথমিকভাবে ওয়ানডে সিরিজের দলে থাকা খেলোয়াড়রা ঢাকায় এসেছেন।

তাদের মধ্যে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্ট, ঈশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।

টেস্ট দলে থাকা সদস্যরা আগামী সপ্তাহে ঢাকায় এসে পৌঁছাবেন।  ৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে এবং ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ খেলবে রোহিত শর্মার দল।  ৮ ডিসেম্বর তারা চট্টগ্রাম এসে পৌঁছাবেন এবং ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে।  বন্দরনগরীতে প্রথম টেস্টে খেলে ঢাকায় ফিরে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।