কুমিল্লায় কোরবানির জন্য কিনে আনা একটি গরু পানি পয়ঃনিষ্কাশনের ড্রেনে পড়ে গিয়েছিল। পরে প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় গরুটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৭ জুন) ভোরে নগরীর ধর্মসাগর এলাকার ড্রিমপার্ক আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
ভবনটির বাসিন্দা সহকারী অধ্যাপক মুহিবুবুল হক ছোটন বলেন, গ্রাউন্ডফ্লোরে কোরবানির জন্য গরু বেঁধে রাখা হয়েছিল। ভোর ৫টার দিকে চিৎকার শুনে এসে দেখি একটি গরু পানি নিষ্কাশনের ড্রেনে পড়ে গেছে।
তিনি বলেন, ড্রেনটি সরু হওয়ায় গরুটি নড়াচড়া করতে পারছিল না। খুব ভয়ানক অবস্থা ছিল। সকাল ৯টার দিকে গরুটিকে উদ্ধার করা হয়।
কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল উপসহকারী পরিচালক নিউটন দাশ জানান, মঙ্গলবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় গরুটি উদ্ধার করা হয়েছে। পয়ঃনিষ্কাশনের ড্রেনটি সরু হওয়ায় গরুটি উদ্ধার করতে বেগ পেতে হয়।
এমএইচএফ