ডেঙ্গু নিয়ে হাইকোর্টে রিট : চার বছরেও নেই অগ্রগতি

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল ধ্বংসের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপকভাবে ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ২০১৯ সালের ২৮ আগস্ট হাইকোর্টের (বর্তমানে আপিল বিভাগ থেকে অবসর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ওইদিন এডিস মশা নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে মালয়েশিয়ার কথা উল্লেখ করে আদালত বলেন, ‘প্রয়োজনে স্কুল-কলেজ, অফিস-আদালত এক বা দুদিনের জন্য বন্ধ ঘোষণা করে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে একযোগে অভিযান পরিচালনা করা যেতে পারে।’

তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো অবহেলা আছে কি না, থাকলে সে দায় কার, মশা নিয়ন্ত্রণে কার কী দায়িত্ব ছিল- এসব তদন্তে কমিটি গঠনের বিষয়ে সেদিন কোনো আদেশ দেননি হাইকোর্ট। এছাড়া এ ব্যাপারে তখন গণমাধ্যমের ভূমিকার ব্যাপক প্রশংসাও করেছিলেন উচ্চ আদালত। তবে ওই নির্দেশনার পরে এ রিটের আর কোনো অগ্রগতি নেই।

মশার উপদ্রব ও রাজধানীর বায়ুদূষণ রোধে ঢাকার দুই সিটি করপোরেশনকে কার্যকরী উদ্যোগ নিতে এর আগেও বেশ কয়েকবার নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বায়ুদূষণ রোধে নীতিমালা প্রণয়নের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বায়ুদূষণ রোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আর কী কী উপায়ে বায়ুদূষণ রোধ করা যায়, সে ব্যাপারেও সুপারিশের আদেশ দেওয়া হয়েছিল কমিটিকে। ওই আদেশের পর বায়ুদূষণ রোধে কাজ চললেও মশার উপদ্রব কমাতে ঢাকা উত্তর সিটির চেয়ে দক্ষিণ সিটি কম কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এডিশ মশা ও ডেঙ্গু রোধে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে এক সম্পূরক আবেদন করেছিল। ওই আবেদনের শুনানি শেষে ২০১৯ সালের ১৪ জুলাই হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ বেশে কিছু নির্দেশনা দেন। সেসময় রুলও জারি করেন আদালত। ওই নির্দেশনার পর এ সংক্রান্ত গঠিত কমিটি উচ্চ আদালতে প্রতিবেদন দিয়েছিল। কিন্তু ২০২০ সালের পরে এর আর কোনো অগ্রগতি নেই।

এডিশ মশা নিধন ও ডেঙ্গু নিয়ে জনস্বার্থে রিট করেন এইচআরপিবি চেয়ারম্যান অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, মশা নিয়ে অনেক আগে থেকেই গণমাধ্যম ও উচ্চ আদালত তৎপর। মশার উপদ্রব বেড়ে যাওয়ায় কয়েক বছর আগে আমরা একটি রিট পিটিশন করেছিলাম। এরপর আদালত সংশ্লিষ্টদের প্রতিবেদন দিতেও বলেছিলেন। পাশাপাশি আরেক আদালত স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে আদেশ দিয়েছিলেন। এর পরে আমাদের ওই রিট মামলা থেকে সুয়োমোটোতে ট্রান্সফার হয়ে গেছে। এরপর বেশ কিছু আদেশ এবং তদন্ত কমিটিও হয়েছিল। তবে পরে আর কোনো কিছু হয়নি। যদিও গত বছর বিমানবন্দরের মশা নিধনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছিল। এ নিয়ে একটি রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই বিষয়ে বেশ কিছু আদেশ দিয়েছেন আদালত, তার অগ্রগতিও হয়েছে।

এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যক্রম বেশি উল্লেখ করে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, তারা (ডিএনসিসি) কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে, র্যাব নিয়েও অভিযানে গেছে। মশার লার্ভা যেখানে পাওয়া গেছে তাদের জরিমানা করছে। অভিযানও চলছে। কিন্তু এখন দেখতে হবে সিটি করপোরেশন যে মশার ওষুধ দিচ্ছে তা কার্যকরী কি না। সংশ্লিষ্টদের গবেষণা করা দরকার যে মশার ওষুধে কাজ হচ্ছে কি না। যদি কাজ হতো তাহলে তো এত ডেঙ্গু আক্রান্ত হতো না।

সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এডিস মশা ধরন পাল্টেছে। এ বিষয়ে ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার জাগো নিউজকে বলেন, এরই মধ্যে গবেষণায় প্রমাণিত যে এডিশ মশা এখন নোংরা পানিতেও ডিম পাড়ে। যেমন কোনো নির্মাণাধীন বাড়ির আন্ডারগ্রাউন্ড, যেখানে বেজমেন্টে পানি জমে নোংরা হয়ে আছে- ওখানে আমরা মাশার লার্ভা পাচ্ছি।

এডিশ মশা ও ডেঙ্গু নিয়ে উচ্চ আদালতের নির্দেশনার বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার বলেন, স্কুল-কলেজ বন্ধ করে না, আমরা স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেছি। তারা যেন শিক্ষার্থীদের সতর্ক করতে কাজ করেন। আমরা নিজেরাও বিভিন্ন স্কুল-কলেজে যাচ্ছি। কোথায় জন্ম হয় এডিশ মশার এবং কী কী করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যেতে পারে- এসব বিষয়ে শিক্ষার্থীদের জানাচ্ছি। পাশাপাশি সিটি করপোরেশন থেকে নিয়মিত মশার ওষুধও ছিটাচ্ছি।

ডিএনসিসির পরামর্শক ও গবেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, ঢাকার ভেতরে ডেঙ্গুতো আছেই, ঢাকার বাইরের পরিস্থিতিও ধীরে ধীরে খারাপ হচ্ছে। দিন দিন তা আরও খারাপ হবে। কারণ, ঢাকায় মশা নিধনসহ সচেতনতা সৃষ্টিতে কিছু কার্যক্রম হয়। কিন্তু ঢাকার বাইরে তো এডিশ মশা ও ডেঙ্গু নিয়ে চোখে পাড়ার মতো কোনো কাজ নেই।