চট্টগ্রাম ছাড়াও কক্সবাজারে আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত থাকবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২৪ নভেম্বর যশোর, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ ও আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সবগুলো সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এসব তথ্য জানান। বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় কাউন্সিলকে সফল ও সুচারুরূপে করতে ১১ টি উপ-কমিটি করা হয়েছে। কাউন্সিলের পূর্ব মেয়াদোত্তীর্ণ সহযোগী কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। সভানেত্রী শেখ হাসিনার সময় পাওয়া সাপেক্ষে সহযোগী কমিটির সম্মেলনের তারিখ নির্ধারিত হবে।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা ও সদস্য সচিব ওবায়দুল কাদের। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বাকি সকল নেতৃবৃন্দ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে থাকবেন।