আগামী ডিসেম্বরে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ে পূর্বাঞ্চলের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে রেলমন্ত্রী এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, জুন-জুলাইয়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে চালু হবে কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ। এছাড়া আগামী জুনের মধ্যেই পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রেললাইন স্থাপনের কাজ শেষ হবে। পাশাপাশি চট্টগ্রামবাসীর অন্যতম দাবি কালুরঘাট সেতু নির্মাণকাজ ২০২৪ সালে শুরু হয়ে ২০২৭ এ শেষ করার পরিকল্পনার কথাও জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
প্রসঙ্গত, কক্সবাজারের সঙ্গে সারা দেশের যোগাযোগ সহজ করতে সরকার দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প ২০১৬ সালে ফার্স্ট ট্র্যাক প্রকল্প’ হিসেবে অন্তর্ভুক্ত করে। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। বাকি আছে দোহাজারী থেকে চকরিয়া অংশের কাজ। সমুদ্রসৈকত থেকে তিন কিলোমিটার দূরে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন ‘ঝিনুকাকৃতির’ রেলস্টেশন। যা দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন।