আগামী ২৫ জানুয়ারি থেকে চট্টগ্রাম ডিসি ফ্লাওয়ার পার্কে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে মাস ব্যাপী ফুল উৎসব। ১২৭ প্রজাতির কয়েক লাখ ফুল গাছ থাকবে এই উৎসবে।
মাসব্যাপী এই ফুল উৎসবে এবার ২০ লাখ দর্শনার্থী আসবেন বলে আশা করছেন আয়োজক চট্টগ্রাম জেলা প্রশাসন। আর প্রতিদিন অন্তত ৫০/৬০ হাজার দর্শনার্থী ভিজিট করবেন।
আগামী ২৫ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এরই মধ্যে প্রশান্তি ও স্বস্তির খোঁজে ছুটে আসছেন অনেকেই। চোখজুড়ানো বর্ণিল এই ফুলের সমারোহ দেখে উচ্ছ্বসিত পর্যটকরা।
দর্শনার্থীদের যাতায়াতের অনুষ্ঠানের সামনের রাস্তাকে নতুনসাজে সাজানো হয়েছে, রংতুলির আঁচড়ে নতুন রূপ দেওয়া হয়েছে।
এছাড়া পার্কটি বিনোদনের একটি মাধ্যম হিসেবেও গড়ে তোলা হয়েছে। শুধু ফুলের সৌন্দর্য নয়, বিনোদন ও অবসর সময় কাটানোর জন্য এখানকার দুই জলাশয়ের মাঝখানে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে।
শুধু ফুল উৎসব নয়, এখানে যা থাকবে- সাঁতার প্রতিযোগিতা, ঘুড়ি প্রতিযোগিতা, নৌকা বাইচ, চিত্রাংকন প্রতিযোগিতা, পিঠা উৎসব, শিশুদের বিভিন্ন খেলাধুলা, প্রতিদিন রাতে থাকছে বিভিন্ন ধরনের উৎসব, থাকছে হাজার বছরের নৌকার মিউজিয়াম।