ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিয়ন্ত্রণাধীন ৩ হাসপাতালে বিনামূল্যে এ রোগের পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) হতে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা চালু করবে ডিএসসিসি।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ডিএসসিসির মুখপাত্র আবু নাছের।
তিনি বলেন, দক্ষিণ সিটির মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এই সেবা প্রদান করা হবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। তবে আগামী ১৭ আগস্ট শুধু সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে। এ ছাড়া শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ৬ দিন এ সেবা চালু থাকবে।