যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে জয়ী হয়েই ‘গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জ’ এর মুখে স্থিতিশীলতা ও ঐক্যের ডাক দিলেন ঋষি সুনাক। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রিটেন ‘গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জের’ মুখোমুখি হয়েছে। তবে সততার সঙ্গে তা মোকাবিলা করারও প্রতিশ্রুতি দেন তিনি।
সোমবার (২৪ অক্টোবর) প্রথম এক সংক্ষিপ্ত ভাষণে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। বক্তৃতায় সুনাক তার দল এবং যুক্তরাজ্যকে একত্রিত করা তার ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ বলে মন্তব্য করেন।
লন্ডনের স্থানীয় সময় সোমবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় তাকে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা ঘোষণা করা হয়। ভারতীয় বংশোদ্ভূত সুনাক প্রধানমন্ত্রী হিসেবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশের আগে রাজা চার্লসের সঙ্গে দেখা করতে বাকিংহাম প্যালেসে যাবেন। ৪২ বছর বয়সী সুনাককে মঙ্গলবার (২৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে রাজা চার্লস প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।
সাত সপ্তাহের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রী পাচ্ছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার ডাউনিং স্ট্রিটের বাইরে ঋষি সুনাক প্রথম ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় মন্ত্রিসভার বৈঠকে শেষবার সভাপতিত্ব করবেন। এরপর সোয়া ১০টায় রাজার কাছে তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেওয়ার কথা।
এরইমধ্যে অভিনন্দন পাচ্ছেন ঋষি সুনাক। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, রাজা চার্লসের সঙ্গে বৈঠকের পর ঋষি সুনাককে অভিনন্দন জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন।