নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়ের (৫৬) মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে চিলাহাটি-সৈয়দপুর রেলপথের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া প্রকাশ চন্দ্র জেলা শহরের দেবিরডাঙ্গা এলাকার মৃত লাল মোহন বর্মণের ছেলে। তিনি সহকারী জেলা তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, হৃদরোগী হওয়ায় প্রতিদিন সকালে তিনি হাঁটাহাটি করতেন। অন্যান্য দিনের মতো আজও (শনিবার) সকালে হাটাহাটির জন্য বাড়ি থেকে বের হন। পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পায় পরিবার।
সৈয়দপুর জিআরপি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মনির জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে কাটা পড়ে সকাল পৌনে ৬টার দিকে মারা যান তিনি। তার মৃতদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচএফ