সাতক্ষীরায় তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকসহ চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আতাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০), এক দিন বয়সী শিশুকন্যা, তার বড় মেয়ের স্বামী সাতক্ষীরা সদরের নারানপুর গ্রামের ডালিম হোসেন এবং তাজিজুল ইসলাম নামে আরও একজন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বুধবার (১০ মে) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে মির্জাপুর শ্মশান এলাকায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা নবজাতক ও তার মাসহ চারজন নিহত হন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পাটকেলঘাটা থানা পুলিশের ওসি (তদন্ত) বিশ্বজিত কুমার বলেন, দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকটিকে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। আর আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।