৭ কেজি আইস ও পৌনে ৩ লাখ ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৭ কেজি ৩৮২ গ্রাম আইস, ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ও ১০০ কেজি জাল বোঝাই দুইটি কাঠের নৌকাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ মে) রাতে টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতার দুজন হলো– মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং জেলার মংডু থানার প্রামপুর এলাকার মো. রবি মোল্লা এবং একই এলাকার মোহাম্মদ আয়াজ।

বৃহস্পতিবার (১১ মে) এক বার্তায় ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ দুইটি টহল দল সদর ইউনিয়নের বরইতলী এলাকায় কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি একটি কাঠের নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে নৌকাটি ধাওয়া করে মিয়ানমারের বুচিদং জেলার মন্ডু থানার প্রাংপুরের মৃত আব্দুস সালামের ছেলে মো. রবি উল্লাহ (২৩) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. আয়াছকে (২৫) নৌকাসহ আটক করে। পরে নৌকাটি তল্লাশি করে ৭ কেজি ৩৮২ গ্রাম আইস, ৩০ হাজার পিস ইয়াবা ও ১০০ কেজি সুতার জাল জব্দ করে।

অপরদিকে, একই দিন রাত পৌনে ১১টার দিকে সাবরাং ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া এলাকায় মিয়ানমার থেকে মাদকের চালান পাচারকালে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। তবে দুই পাচারকারী পালিয়ে যায়।

এছাড়া একই দিন রাত পৌনে ১২টার দিকে সদর ইউনিয়নের আলুগোলার প্রজেক্ট এলাকা দিয়ে মাদকের চালান পাচারকালে একটি কাঠের নৌকাসহ দুই লাখ পিস ইয়াবার চালান জব্দ করে। এই ঘটনায় চার পাচারকারী পালিয়ে যায়।