টেকনাফে ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

টেকনাফে ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ বলেন, ১০ জুলাই রাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির আওতাধীন টেকনাফ বিওপি’র দক্ষিণ দিকে টেকনাফ পৌরসভা এক নং ওয়ার্ড নাইট্যং পাড়া বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত সংবাদে ব্যাটালিয়ন সদরের চোরাচালান প্রতিরোধ টহলদল দুই ভাগে কেওড়া বাগান কৌশলগত অবস্থান করেন। টহলদল দুইজন ব্যক্তিকে একটি বস্তা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পারায় তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে রাতের নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ৪.২২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে। এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।