গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ২০২৫ সালের জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন হয়েছে।
২৬ নভেম্বর, বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এই প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে উপজেলা ক্যাম্পাস এলাকায় একটি র্যালি বের করা হয়। এবারের প্রতিপদ্য “দেশি জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
বিশেষ অতিথি: উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আল আমিন হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ, ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী। সভাপতিত্ব করেন: উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার প্রকাশ বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, ইউএনও ফারজানা আক্তার বলেন, প্রতিটি বাড়ি হতে পারে এক একটি খামার। আপনারা মায়েরা যারা উপস্থিত আছেন ,সংসারে কর্তাদের পাশাপাশি আপনি হাঁস মুরগি গরু-ছাগল এগুলো লালন-পালন করলে আপনার সন্তানের ভবিষ্যৎ লেখাপড়া সবই হতে পারে। বিপদ আপদে আপনার আয়ের টাকা দিয়ে আপনি নিজেই চলতে পারবেন। সংসারে কাজের পাশাপাশি একাজগুলো করলে হতে পারে উন্নত একটি সুখী সংসার।
প্রদর্শনীতে দেশীয় জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর এবং প্রাণিসম্পদের বিভিন্ন খাদ্য ও চিকিৎসা উপকরণ প্রদর্শিত হয়। কৃষক ও খামারিরা এতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্টলে পণ্যের প্রদর্শন করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান:প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের আধুনিক ও স্বাস্থ্যসম্মত পদ্ধতির সঙ্গে পরিচয় করাতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।”
সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে:খামারিদের জন্য প্রশিক্ষণ
ভেটেরিনারি চিকিৎসা পরামর্শ , সরকারি সহায়তার তথ্য প্রদান করা হবে। এলাকাবাসী ও খামারিরা মেলায় ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন।