টুইটার অ্যাকাউন্ট পুনর্বহাল, ট্রাম্পের ‘না’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুনর্বহাল হয়েছে।

নির্বাচনে হেরে যাওয়া এবং পরবর্তীতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জেরে ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।  টুইটার, ফেসবুক, এমনকি ইউটিউব কর্তৃপক্ষ তার ব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।  এসব অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে একটি জরিপ শুরু করেন টুইটারের মালিক ইলন মাস্ক।  শুক্রবার (১৮ নভেম্বর) শুরু হওয়া জরিপে ফলোয়ারদের কাছে মতামত চান মাস্ক।  জরিপে দেখা গেছে, শনিবার (১৯ নভেম্বর) রাত পর্যন্ত ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ এবং বিপক্ষে মত দিয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ মানুষ।  জরিপে ১ লাখ ৫০ হাজারের মতো মানুষের মতামত নেওয়া হয়।

পরে ইলন মাস্ক টুইটারে জানান, ট্রাম্পের পক্ষে মত দিচ্ছেন ফলোয়াররা।  ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল করা হবে।  তিনি আরও লেখেন ‘ভক্স পপুলি, ভক্স দেই’, এর অর্থ দাঁড়ায় ‘মানুষের কণ্ঠ, ঈশ্বরের কণ্ঠস্বর’।

অ্যাকাউন্ট বাতিল করার সময় টুইটারে ট্রাম্পের প্রায় ৯ কোটি ফলোয়ার ছিল।  তিনি প্রেসিডেন্ট থাকাকালে টুইটারকে মুখপাত্র হিসেবে ব্যবহার করতেন।  তিনি এর মাধ্যমে বিভিন্ন নীতি ঘোষণা, রাজনৈতিক শত্রুদের কটাক্ষ ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ করতেন বলে সমালোচনা আছে।

গতকাল লাস ভেগাস থেকে এক ভিডিওতে ট্রাম্প মাস্কের জরিপকে স্বাগত জানান।  ট্রাম্প বলেন, তিনি মাস্কের ভক্ত। তবে তিনি টুইটারে ফিরে আসার বিষয়টি প্রত্যাখ্যান করেন।

২০২৪ সালে আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।