টুইটারের নতুন লোগো উন্মোচন করলেন ইলন মাস্ক

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম টুইটারের নতুন লোগো উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির সিটিও ইলন মাস্ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো।

সোমবার এক টুইটবার্তায় টুইটারের নতুন লোগোটি পোস্ট করে ইয়াকারিনো লিখেছেন, ‘এক্স চলে এসেছে! চলুন এটি করা যাক’।

ইয়াকারিনো ও মাস্ক দুজনের টুইটার হ্যান্ডলেই এখন এক্স লোগো রয়েছে, যদিও টুইটারের ট্রেডমার্ক নীল পাখি এখনও প্ল্যাটফর্মজুড়ে দৃশ্যমান।

অনেক ব্যবহারকারীই নতুন লোগোটির সমালোচনা করেছেন। তবে প্ল্যাটফর্মটিতে শীর্ষ হ্যাশট্যাগের তালিকায় রয়েছে ‘#গুডবাইটুইটার’।

এর আগে, রোববার এক টুইটে মাস্ক বলেন, তিনি টুইটারের লোগো পরিবর্তন করতে চান এবং তার অনুসারীরা সাইটের রঙের স্কিমটি নীল থেকে কালোতে পরিবর্তন করার পক্ষপাতী কিনা তা জানতে একটি জরিপ চালান।

তিনি মহাকাশ থিমের কালো একটি পটভূমির ওপর একটি এক্স লেখা ছবি পোস্ট করেন।

একটি ‘অন্তর্বর্তীকালীন এক্স লোগো’র কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায় জানাব’।

‘এক্স’ এর অধীনে টুইটগুলোকে কী বলা হবে এমন প্রশ্নের জবাবে মাস্ক উত্তর দেন ‘এক্স’স’।

মূল টুইটার লোগোটি ২০১২ সালে তিনজনের একটি দল দ্বারা ডিজাইন করা হয়েছিল।

ডিজাইনারদের একজন মার্টিন গ্রাসার টুইট করেছেন, ‘লোগোটি খুব ছোট আকারে সহজ, ভারসাম্যপূর্ণ এবং সুস্পষ্ট করার জন্য ডিজাইন করা হয়েছিল, প্রায় একটি ছোট হাতের ‘ই’ এর মতো৷

গত বছর টুইটার কিনে নেয়ার কয়েক সপ্তাহ আগে মাস্ক বলেছিলেন, এটি তিন থেকে পাঁচ বছরের মধ্যে ‘এক্স’ নামে একটি ‘সবকিছু অ্যাপ’ তৈরি করার স্বপ্নকে ত্বরান্বিত করবে।