টুইটারের ওপর নিজের নিয়ন্ত্রণ পোক্ত করলেন ইলন মাস্ক

আগামী মাসের আগেই টুইটারের কর্মীদের ছাঁটাই করার যে পরিকল্পনার কথা জানিয়েছে নিউইয়র্ক টাইমস, তা অস্বীকার করেছেন ইলন মাস্ক।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে দাখিল করা নথিতে জানানো হয়েছে, টুইটারের ওপর নিজের নিয়ন্ত্রণ আরও পোক্ত করেছেন ইলন মাস্ক।  তিনি টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন।

নথিতে বলা হয়, ইলন মাস্ক টুইটারের একমাত্র পরিচালক হয়েছেন।  এর আগে টুইটারের পরিচালক ছিলেন নয়জন।  পরিচালনা পর্ষদ থেকে বিদায় নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন টুইটার বোর্ডের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল।

টুইটার কেনার পরপরই ইলন মাস্ক লেখেন ‘চিফ টুইট’।  তারপরই টুইটারের শীর্ষ তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটিকে বাক্ স্বাধীনতার মুক্তাঙ্গন করার যে লক্ষ্য, ইলন মাস্কের টুইট- ‘বার্ড ইজ ফ্রিড’ তারই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

এরমধ্যেই নতুন মালিক হিসেবে ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, প্রকৃত টুইটার ব্যবহারকারীর প্রোফাইল যাচাই করার বিষয়টি আবার খতিয়ে দেখা হবে। টুইটারে ভেরিফায়েড থাকতে ২০ মার্কিন ডলার অর্থ নিতে পারে টুইটার এমন কথাও বিভিন্ন খবরে উঠে এসেছে। বর্তমানে নীল রঙের টিক পেতে কোনো অর্থ খরচ করতে হয় না।