পাকিস্তানের কাছে হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ। অ্যাডিলেডে রোববার (৬ নভেম্বর) টাইগাররা হেরেছে ৫ উইকেটে।
বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে ১১ বল হাতে রেখে। এই জয়ের ফলে গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ৫৭ রান এনে দেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অথচ তাসকিনের বলে শূন্য রানেই ফিরতে পারতেন রিজওয়ান। তার ক্যাচ ফেলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
২৫ রান করে বাবর ফিরেন। দলীয় ৬১ রানে আউট হন রিজওয়ানও (৩২)। এরপর মোহাম্মদ হারিসের ১৮ বলে ৩১ ও শান মাসুদের ১৪ বলে অপরাজিত ২৪ রানের ওপর ভর করে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন একটি করে উইকেট নেন।
এর আগে নাজমুল হোসেন শান্তর ৫৪, আফিফ হোসেনের ২৪ ও সৌম্য সরকারের ২০ রানের ওপর ভর করে ২০ ওভারে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।
২২ রানে ৪ উইকেট পাওয়া শাহীন শাহ আফ্রিদি ম্যাচসেরা হন।
এই জয়ের ফলে গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত ও পাকিস্তান।