টানা জয়ে শিরোপার পথে বার্ডস

২য় বিভাগ ক্রিকেট লিগ

চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্ডস স্পোর্টিং ক্লাব।  মঙ্গলবার (২০ জুন) এ লিগের সুপার ফোর পর্বের খেলায় তারা ৩ উইকেটে ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করেছে।

এ জয়ের ফলে, শিরোপা লড়াইয়ে  নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে বার্ডস স্পোর্টিং ক্লাব।  নিজেদের শেষ খেলায় পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ও বার্ডস যারা জিতবে তারাই লিগের চ্যাম্পিয়ন হবে।

মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়াম অনুষ্ঠিত এ খেলায় টসে জিতে আগে ব্যাট করে ইয়াং স্টার ক্লাব ৪৮.২ ওভারে ১৮১ রানে অলআউট হয়।  ক্লাবের ইনিংসে ফরহাদ হোসেন সর্বোচ্চ অপরাজিত ৫৪ ও ইয়াছিন ৫৩ রান করেন।  বার্ডসের সাইফুদ্দিন ৩টি, জাহেদ ও ইমরান ২টি করে উইকেট নেন।

জবাবে বার্ডস স্পোর্টিং ক্লাব ৪১.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।  দলের হয়ে ম্যাচ সেরা ৬০ রান করেন সাইফুদ্দিন।  তিনি ৯টি চার ও ২টি ছক্কার মার মারেন।  এছাড়া দিগন্ত ৫৬ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন।  ইয়াং স্টার ক্লাবের আরমান ও সুমন ২টি করে উইকেট দখল করেন।

বুধবার (২১ জুন) রেলিগেশন লিগের খেলায় ওপিএ ও মুক্তকণ্ঠ ক্লাব মুখোমুখি হবে।