টানা জয়ে এগুচ্ছে পতুর্গাল

ইউরো বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে বসনিয়াকে উড়িয়ে জয় তুলে নিয়েছে পর্তুগাল।  এ ম্যাচে ব্রুনো ফার্নান্দেস ও বার্নান্ডো সিলভা জাদুতে ৩-০ গোলের ব্যবধানে জেতে পর্তুগিজরা।  এর মধ্য দিয়ে টানা তিন  জয়ে রীতিমতো উড়ছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে পর্তুগাল।  এতে ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

ম্যাচের শুরুতে এলোমেলো ফুটবলের পর আচমকা গোল খেতে বসেছিল পর্তুগাল।  অবশ্য সেই চাপ সামলে নিজেদের চেনা ছন্দে ফেরে স্বাগতিকরা।

৪৪তম মিনিটে সিলভা’র দারুণ এক গোলে এগিয়ে যায় পর্তুগিজরা (১-০)।  বিরতির পর ৭৭তম মিনিটে অবশেষে দ্বিতীয় গোলের দেখা মেলে।  গোল করেন মিডফিল্ডার ফার্নান্দেস (২-০)।  চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জোরাল শটে পর্তুগালের ব্যবধান আরো বাড়ান সেই ফার্নান্দেস (৩-০)।  এবারের বাছাইয়ে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি পর্তুগাল।  তিন ম্যাচে তারা গোল করল ১৩টি।