তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। বুধবার (৫ জুলাই) দুপুর ২ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ঈদের ছুটি হয়তো দুই দলের কেউই ভালোভাবে কাটাতে পারেনি। তার মধ্যেই শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার তামিম ইকবালের দলের সামনে আরেকটি চ্যালেঞ্জ।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল অবস্থান করছে সাত নম্বরে আর আফগানিস্তান নয়। র্যাঙ্কিংয়ের মতো এই দুই দলের লড়াইতেও এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে বাংলাদেশের জয় ৭টি, আর আফগানিস্তানের ৪টি। ঘরের মাঠেও এগিয়ে বাংলাদেশ। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৭ ম্যাচ খেলেছে টাইগাররা; তাতে বাংলাদেশের জয় চারটি, আফগানদের তিনটি।
একাদশে ফিরেছেন আফিফ হোসেন। এদিকে তিন পেসারকে নিয়েই দল সাজিয়েছেন কোচ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে পেস অ্যাটাক সাজানো হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশ মেঘলা। কাভার দিয়ে ঢাকা রয়েছে।
বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান
আফগানিস্তানের একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালমান।