টস জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

জয়ের বিকল্প নেই টাইগারদের

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ।  শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে বুধবারের (২ নভেম্বর) খেলায় জয়ের বিকল্প নেই বাংলাদেশের।  রোহিত শর্মার দলের সামনেও সমীকরণটা একই, শেষ চারে যেতে হলে জিততেই হবে টাইগারদের।

সাকিব জানালেন, আজ সৌম্য সরকার খেলছে না। শরিফুল ইসলাম আসছে।

ভারত দলেও আছে পরিবর্তন।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচে অক্ষর প্যাটেলের জায়গায় খেলেছিলেন দীপক হুদা।  আজ আবার ফিরেছেন অক্ষর।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর তথ্যমতে, বুধবার অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ এবং ১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।  অ্যাডিলেডের পশ্চিম দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

ভারত একাদশ:

লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।