সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শুক্রবার (৩ নভেম্বর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের সাথে আরও একটি লড়াইয়ের মুখোমুখি হয়েছে আফগানরা। তবে এই লড়াইয়ে আজ আফগানরা টস হেরেছে। অপরদিকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
সেমির আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আফগানদের। তবে ম্যাচ জয়ের দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছে উভয় দলই।
তবে আফগান একাদশে আজ পরিবর্তনে এনে নাভিন উল হকের পরিবর্তে দলে নেওয়া হয়েছে নুর আহমদকে। নেদারল্যান্ডসও বিক্রমজিৎ সিংয়ের পরিবর্তে এসেছেন ওয়েসলি বারেসি।
বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে তিনটিতে জয় নিমশ্চত করেছে আফগানিস্তান। অপরদিকে সমান ম্যাচ খেলে নেদারল্যান্ডসের জয় ২টিতে।
নেদারল্যান্ডস একাদশরা হলেন-
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও ডোউড, কলিন অ্যাকারমান, সাইব্রান্ড এঞ্জেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), বাস ডি লিডি, সাকিব জুলফিকার, লগন ফন বিক, রোলোফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরন।
আফগানিস্তান একাদশের মধ্যে রয়েছেন-
রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক) আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকি, নুর আহমদ।