টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝেই আজ রোববার (৪ ডিসেম্বর) মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের ওয়ানডে সিরিজ।  সকাল সাড়ে ১১টার দিকে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাল বাংলাদেশ।

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নেই পেসার তাসকিন আহমেদ।  পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবালও।  এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে লিটনযুগে নাম লেখাচ্ছে স্বাগতিক দল।  নিয়মিত অধিনায়ক ইনজুরিতে ছিটকে যাওয়ায় এই সিরিজে নেতৃত্বের ভার লিটনের কাঁধে।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ভারত একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দার, শাহবাজ আহমেদ, শারদুল ঠাকুর, কুলদীপ সেন, দীপক চাহার ও মোহাম্মদ সিরাজ।