ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজ কেরতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুই দল। রোববার দক্ষিণ আফ্রিকার বোনেনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিশা বিশ^াস, ফাহিমা খাতুন, ফারজানা হক, লতা মণ্ডল, মারুফা আক্তার, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, রাবেয়া খান ও ঋতু মণি। দক্ষিণ আফ্রিকা দল: লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানি বস্ক, মিয়েকে দে রিডার, অ্যানেরি ডার্কসেন, লারা গুডাল, আইআন্দা হলুবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুন লুস ও এলিজ-মারি ম্যার্ক্স।