আজ দাওয়াত ও তাবলীগের শুরায়ী নেজামের অধীনে বাদ ফজর আম বয়ানের মাধ্যমে টঙ্গীর টিনশেড মসজিদে পাঁচ দিনের জোড় শুরু হয়েছে। এই জোড় দোয়ার মাধ্যমে শেষ হবে ৩ই ডিসেম্বর । প্রতিবছরেই ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় হয়ে থাকে। এখানে তাবলীগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারী ও বড়দের রাহবারী নেয়ার সুবর্ণ সুযোগ পান। যার জন্য উনারা পুরো বছর অপেক্ষায় থাকেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাহিরের শুরায়ী নেজামের মুরুব্বিগন একত্রিত হয়েছেন। এই জোড়ে কেবল ৩চিল্লার সাথী ও কমপক্ষে ১চিল্লা সময় লাগানো আলেম ছাড়া অন্য কারো উপস্থিতিত হওয়ারও সুযোগ নেই।
এই জোড় থেকে আগামী এক বছর কাজের ব্যাপারে সঠিক রাহবারী পাওয়া যায়। পুরো বছরের কাজের আজাইম বা পরিকল্পনা গ্রহন করা হয়। সর্বোপরি বড়দের পক্ষ থেকে এই দাওয়াতের কাজের আহমিয়ত, কুরআন ও হাদীস থেকে দাঈদের ঈমান আমল ও দাওয়াতের উসুল, তরতিব, দেশের প্রেক্ষাপটে কাজের করনীয় ঠিক করা, দাঈদের ইসলাহ, তরবিয়তের বিশেষ বয়ান হয়ে থাকে। যা একজন দাঈর পুরো বছর জীবন পরিচালনায় কাজে আসে। পুরো জিন্দেগীর তরতিব সামনে আসে। একজন দাঈর দুনিয়া ও আখেরাতের পথ-পাথেয় বাতলে দেয়া হয় এই জোড় থেকে। শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন,প্রতি বছর হিন্দুস্তান ও পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পুরানো হযরতরা আসেন। এখানে প্রবীণ আহলে ইলম ও হযরতজী মাওলানা ইউসুফ (রহঃ) শেষ হযরতজী মাওলানা এনামুল হাসান (রহঃ) এর সোহবতপ্রাপ্ত মুরুব্বিগন বয়ান করেন। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, মুসল্লিদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।