জয়ের ধারায় রাইজিং স্টার

ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ

সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ের ধারায় ফিরেছে রাইজিং স্টার ক্লাব। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৬ উইকেটে সহজেই ফেন্ডস ক্লাবকে পরাজিত করেছে।

খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করে ফেন্ডস ক্লাব ৪৮ ওভারে ১৬৬ রানে সবকটি উইকেট হারায়। জবাবে রাইজিং স্টার ক্লাব ৩৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় (১৬৭) নিশ্চিত করে। এ জয়ের ফলে রাইজিং স্টার ক্লাব ৫ খেলায় ৮ পয়েন্টে তালিকার ২য় স্থানে অবস্থান করছে। অন্যদিকে সমসংখ্যক খেলায় ফ্রেন্ডস ক্লাবের পয়েন্ট ৪।

শক্তির বিচারে রাইজিং স্টার এবং ফ্রেন্ডস ক্লাবের মোটামুটি একই পর্যায়ের বলা যায়। কিন্তু ফ্রেন্ডস ক্লাব এ ম্যাচে মোটেও নামের প্রতি সুবিচার করতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় কোনমতে টেনেটুনে ১৬৬-এ গিয়ে থামে, যা পার করতে রাইজিং স্টারকে মোটেও বেগ পেতে হয়নি।
আগে ব্যাট করতে নামা ফ্রেন্ডস ক্লাবের হয়ে কেউই আশানুরূপ ব্যার্টিং করতে পারেননি। ভালো পার্টনারশিপও ছিল না। মেহেরাব হোসেন সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া কাজী সুমন ৩১, মনিরুল ইসলাম ৩০, মাহাফুজুল ইসলাম ২৯ ও হাবিব মেহেদি ১১ রান করেন। রাইজিং স্টারের আকিব ৩১ রানে ৪টি এবং ওমর ফারুক ২৫ রানে ৩টি উইকেট নিয়ে ফ্রেন্ডস ক্লাবের ইনিংসে ধ্বস নামান। এছাড়া জাহিদুল ইসলাম ২টি ও আসাদুর রহমান ১ উইকেট নেন।

রাইজিং স্টার ক্লাবের ইনিংসে কোন হাফ সেঞ্চুরি নাই। তবে ভাল পার্টনারশিপ রয়েছে। এতেই দলটি সহজ জয় নিয় মাঠ ছাড়ে। দলের হয়ে আসাদুর রহমান ৩৬, হৃদয় ইসলাম ৩৪, আবিদ চৌধুরী আলভী ২৪, শাকিল হোসেন অপ:২০, শহীদুল ইসলাম ২১ ও সাইদুল ইসলাম ১৩ রান করেন। বল হাতে ফ্রেন্ডস ক্লাবের হাবিব মেহেদি, ইকবাল বাহার ও মাজহারুল ইসলাম প্রত্যেকে ১টি করে উইকেট নেন। আজকের ব্রাদার্স ইউনিয়ন ও ইস্পাহানি এস সি মুখোমুখি হবে।

ফ্রেন্ডস ক্লাব: ১৬৬/২০/৪৮ ওভার: মেহেরাব হোসেন ৩৬, মনিরুল ইসলাম ৩০, মাহাফুজুল ইসলাম ২৯ ও হাবিব মেহেদি ১১, অতিরিক্ত ৪/ বোলিং : আকিব ৪/৩১, ওমর ফারুক ৩/২৫, জাহিদুল ইসলাম ২/২৪ ও আসাদুর রহমাম ১/২৪।

রাইজিং স্টার : ১৬৭/৪/৩৫.৩ ওভার: আসাদুর রহমান ৩৬, হৃদয় ইসলাম ৩৪, আবিদ চৌধুরী আলভী ২৪, শাকিল হোসেন অপ: ২০, শহীদুল ইসলাম ২১ ও সাইদুল ইসলাম ১৩, অতিরিক্ত ১৯, বোলিং : হাবিব মেহেদি ১/১৮, ইকবাল বাহার ১/২৭ ও মাজহারুল ইসলাম ১/৩৫।