জ্বালানি ও খাদ্য নিরাপত্তা জোরদারে উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা সংস্থার (জিসিসি) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। তেলসমৃদ্ধ ছয় আরব দেশের এ জোটের সঙ্গে সমঝোতা সইয়ের মধ্য দিয়ে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।
রিয়াদভিত্তিক জিসিসি জোটের সদস্য দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।
শুক্রবার (১৮ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত মানামা সংলাপের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও জিসিসির মহাসচিব ড. নায়েফ ফালাহ এম আল-হাজরাফ এ সমঝোতা স্মারকে সই করেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ এবং জিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সমঝোতা স্মারক সইয়ের আগে পররাষ্ট্রমন্ত্রী ও জিসিসি মহাসচিবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জিসিসি মহাসচিব বলেন, সমঝোতা স্মারকটি দু’পক্ষের মধ্যে সহযোগিতার আইনি কাঠামো হিসেবে কাজ করবে। যৌথ কর্মপরিকল্পনা, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও কারিগরি দল এবং যৌথ বাণিজ্য পরিষদ গঠনে সুযোগ তৈরি হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও তথ্যপ্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ ও জিসিসির একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
এছাড়া মানি লন্ডারিং ও অবৈধ পথে অর্থ প্রেরণ বন্ধ করার বিষয়ে জিসিসির সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের আশ্রয়ে থাকা মিয়ানমারের প্রায় ১২ লাখ রোহিঙ্গা নাগরিকের প্রত্যাবর্তনে জিসিসির সহযোগিতা চান তিনি।