জেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু কাল

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ সোমবার (২৪ জুলাই) বিকেল ৩টা হতে সিজেকেএস কনভেশন হলে শুরু হবে। নিবন্ধিত খেলোয়াড়দেরকে সোমবার দুপুর আড়াইটার মধ্যে রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে।

এই প্রতিযোগিতায় ৩৫জন দাবাড়ু নাম নিবন্ধন করেন।  প্রতিযোগিতায় শীর্ষ ২জন দাবাড়ু ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় মহিলা দাবায় চট্টগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবেন।

যে কোন তথ্যের জন্য প্রকৌশলী এস এম তারেক, চিফ আরবিটর ও যুগ্ম সম্পাদক দাবা কমিটি, হোয়াটসঅ্যাপ নাম্বার- ০১৭১৪-৪৮৯১৬১ যোগাযোগ করা যাবে।