চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী এলাকার কালীবাড়ির ঐতিহ্যবাহী শতবর্ষী পুকুরটির ভরাট কাজ চলছিলো। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নজরে বিষয়টি আসলে এ বিষয়ে ব্যাবস্থা নিতে নির্দেশনা দেন।
তৎক্ষনাৎ কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার ভূমি উমর ফারুক সরেজমিনে পরিদর্শন করে যারা জড়িত তাদেরকে ৩ দিনের মধ্যে ভারাটকৃত মাটি সরাতে নির্দেশনা দেন। এ প্রেক্ষিতেই আজ থেকে এই শতবর্ষী পুকুরে অবৈধভাবে ভরাট মাটি সরানো হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, দিয়ারা ৭৭৪ দাগে ০.৪৬৬৮ একর “পুকুর” শ্রেণী ভূমির উপর প্রান্ত সেন পিতা- মৃত তুষার সেন পিতাম্বর সেন পিং- মৃত তুষার সেন,মোঃ জহিরুল ইসলাম মিজান পিতা- জালাল উদ্দিন সাং-উত্তর কাট্টলী জামাল হেড মাষ্টারের বাড়ী ব্যক্তিগণ কর্তৃক সরকারের বিনা অনুমতিতে অবৈধভাবে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ এর বিধান ভঙ্গ করে বে-আইনীভাবে পুকুরটির স্বাভাবিক অবস্থান অতিক্রম করে পরিবেশ দূষণ করে মাটি ভরাট করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক কালীবাড়ির শতবর্ষী পুকুর রক্ষার্থে তাদেরকে তৎক্ষনাৎ পুকুর ভরাট বন্ধ করে আগামী ৩দিনের মধ্যে পুকুরের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়া হয়। এবং আজ থেকে পুকুর খননের কাজ শুরু হওয়ায় কাট্টলী সুরক্ষা পরিষদ ও এলাকাবাসী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন।যারা পুকুর ভরাটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন,বিনা অনুমতিতে কেউ পুকুর ভরাট করে ভিটি বা অন্য কোন শ্রেণিতে রুপান্তর করতে পারেনা। কেউ এরুপ কর্মকান্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে পরিবেশ বিনষ্টকারী হিসেবে আইনানুগ ব্যাবস্থা নেয়া যায়।ইতিমধ্যেই উত্তর কাট্টলী এলাকার এই ঐতিহ্যবাহী শতবর্ষী পুকুর রক্ষায় পুন:খনন করে পূর্বঅবস্থায় আনার জন্যে নির্দেশনা দিয়েছি।যার ফলে ইতিমধ্যেই পুকুর খননের কাজ শুরু হয়েছে।