বাংলাদেশ উশু ফেডারেশন ব্যবস্থাপনায় ও চায়না দুতাবাসের আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুকূলে প্রায় ১০ লক্ষ টাকার উশু ম্যাট ও উশু সরঞ্জাম প্রদান করা হয়। সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনকে উশু সামগ্রী হস্তান্তর করেন সিজেকেএস উশু কমিটির চেয়ারম্যান চন্দন ধর, সম্পাদক রেজিয়া বেগম ছবি, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল।
এ সময় সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, সিডিএফএ সভাপতি মো. শহীদুল ইসলাম, সিজেকএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, আ.ন.ম ওয়াহীদ দুলাল, গোলাম মহিউদ্দীন হাসান, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর মকছুদুর রহমান বুলবুল, লুৎফুল করিম সোহেল, এনামুল হক, আলি হাসান রাজু, রায়হান উদ্দীন রুবেল, আবু জাহেদ, উশু প্রশিক্ষক ফারজানা খানম উপস্থিত ছিলেন।