জিতেছে বক্সিরহাট ইয়াং মেনস ও কল্লোল গ্রীণ

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে 

চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লীগে বক্সিরহাট ইয়াং মেনস ক্লাব ও কল্লোল সংঘ গ্রীণ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।  এতে বক্সিরহাট ইয়াং মেনস ক্লাব ৬ উইকেটে এলিট পেইন্ট’কে এবং কল্লোল সংঘ গ্রীণ ১ উইকেটে আবেদিন ক্লাবকে হারিয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আগে ব্যাট করে এলিট পেইন্ট ২০ ওভারে ৯ উইকেটে ৯০ রান সংগ্রহ করে।  জবাবে বক্সিরহাট ইয়াং মেনস ক্লাব ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।  মহিলা কমপ্লেক্স মাঠে আগে ব্যাট করে আবেদিন ক্লাব ২০ ওভারে ১৩৭ রানে অলআউট হয়।  জবাবে কল্লোল সংঘ গ্রীণ ১৯.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের নোঙ্গরে পৌঁছে যায়।  উল্লেখ্য ২টি খেলাই আগের দিনের বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় এবং দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ২টি খেলাই ৫০ ওভার থেকে কমে এসে টি-২০ ম্যাচে পরিনত হয়।

এলিট পেইন্ট-বক্সিরহাট ইয়াং মেন্স: এ খেলায় এলিট পেইন্টের ইনিংসে ১চার ও ১ছক্কায় রিয়াদ ২৮, মাহিন বিল্লাহ ১চারে ১৭, সাকিব ১চারে ১৩ রান করেন।  অতিরিক্ত ছিল ১৮ রান।  বক্সিরহাট ইয়াং মেনস ক্লাবের হয়ে সানি ১৬ রানে ৩টি এবং সুজন ১১ ও তপু ২০ রানে ২টি করে উইকেট নেন।

বক্সিরহাট ইয়াং মেনস ক্লাবের ইনিংসে জাকির ১ চারে ২৮ রান করে অপরাজিত ছিলেন।  অন্যান্যের মধ্যে ২চারে ইমন ২৪ ও ৪ চারে আমিন ২০ রান করেন।  অতিরিক্ত ছিল ১৭ রান। এলিট পেইন্টের তামিম ১৬ রানে ২ উইকেট দখল করেন।

আবেদিন ক্লাব-কল্লোল গ্রীণ: আগে ব্যাট করা আবেদিন ক্লাবের পক্ষে ৩ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪৭ রান করেন দুর্জয়।  অন্যান্যের মধ্যে ১চার ও ২ছক্কায় আজাদ ২০, ২ চারে তানজিম ১৯, ২ চার ও ১ছক্কায় জিৎ ১৫ এবং মিহন ১ছক্কায় ১২ রান করেন।  অতিরিক্ত খাতে আসে ১৫ রান।  কল্লোল সংঘ গ্রীণের জাবেদ ২১ রানে ৩টি এবং ফরহান ৮ রানে ২ উইকেট নেন।

কল্লোল সংঘ গ্রীণের হয়ে ৩চার ও ৩ছক্কায় আনিস ৩৩, মহিউদ্দিন ১ চারে ২৬, ফরহান ১চার ও ১ছ্ক্কায় অপ: ১৭, কদির ২ ছক্কায় ১৪ ও পারভেজ ১ চার ও ১ ছক্কায় ১২ রান করেন। অতিরিক্ত ছিল ৯ রান।  আবেদিন ক্লাবের হয়ে একরাম ২৬ ও জিৎ ৩৭ রানে ২টি করে উইকেট দখল করেন।

শুক্রবার (৯ জুন) ২টি খেলায় এম এ আজিজ স্টেডিয়ামে পিডিবি আরসি ও ইয়াং স্টার ক্লাব এবং মহিলা কমপ্লেক্সে বার্ডস স্পোর্টিং ক্লাব ও মাদারবাড়ি মুক্তকণ্ঠ মুখোমুখি হবে।