জিজ্ঞাসাবাদের জন্যই ডিবিতে বিএনপি নেতারা
জানালেন ডিবি প্রধান
বিএনপির নেতারা আটক বা গ্রেপ্তার নয়, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
ডিবি প্রধান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস দু’জনই আমাদের হেফাজতে আছেন। দু’জনকেই আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষ করে আমরা পরবর্তী সিদ্ধান্তের কথা জানাতে পারব।’
এই সমাবেশকে সামনে রেখে নাশকতার কোনো পরিকল্পনা রয়েছে কি না এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশ।
এর আগে মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকায় গণসমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম ও বাংলা কলেজ মাঠ পরিদর্শন করে বিএনপির প্রতিনিধিদল। পরে মির্জা আব্বাস জানান, স্থায়ী কমিটির সাথে বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে।
সমাবেশের ভেন্যুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারলেও ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করার বিষয়টি নিশ্চিত করেছে দলটির নীতিনির্ধারণী মহল।