চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি-ম্যুরাল ভাঙল ‘ছাত্রদল’-‘যুবদল’র নেতাকর্মীরা

চট্টগ্রাম নগরীর জামালখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘মুজিব মানে বাংলাদেশ’ ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজার ও চট্টগ্রাম কলেজ মোড় থেকে আসা বিএনপি, ছাত্র ও যুবদলের মিছিল যাওয়ার সময় লাঠিসোটা ও ইট ছুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি-ম্যুরাল ভাঙচুর করে।

আজ ‍বুধবার (১৪ জুন) তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ এ স্লোগানে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ী এলাকায় ‘তারুণ্যের সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন এলাকার সচেতন মহল তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।