জাবি ছাত্রলীগের চার নেতা-কর্মীর পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের চার নেতা-কর্মীর পদ স্থগিত করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া ছাত্রলীগ নেতা-কর্মীরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য খালিদ হাসান ধ্রুব এবং কর্মী নাইম আহমেদ, মাহমুদুল হাসান শান্ত ও রাইসুল ইসলাম রাহুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য খালিদ হাসান ধ্রুব এবং কর্মী নাইম আহমেদ, মাহমুদুল হাসান শান্ত ও রাইসুল ইসলাম রাহুলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ১৭ (খ) ধারা অনুযায়ী তাদের সদস্য পদ স্থগিত করা হলো।

এছাড়াও ভবিষ্যতে তাদের অসামাজিক, অনৈতিক এবং সংগঠন পরিপন্থী কোনো কর্মকাণ্ডের দায়ভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বহন করবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

জানা যায়, গত মঙ্গলবার (১ আগস্ট) কক্ষ সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলে ছাত্রলীগের সিনিয়র নেতাদের কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন জুনিয়র নেতাকর্মীরা।

এমএইচএফ