বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিই হয়ে আছে তামিম ইকবালের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপে খেলার কথা থাকলেও নানা নাটকীয়তার পর স্কোয়াডে জায়গা হয়নি দেশসেরা এই ওপেনারের। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পাশে এখন বড় একটা প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। আদৌ তামিমকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কি-না তা নিয়ে শঙ্কা বাড়ছেই।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলন করে তামিম ইকবাল জানিয়েছেন, বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন তিনি। তবে জাতীয় দলের হয়ে আর খেলবেন কি-না তা নিশ্চিত করেননি। এমনকি এই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দ্রুতই ফের কমেন্ট্রি বক্সে তাকে দেখা যাবে। এই সকল ঘটনাই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়েছে।
এমন অবস্থায় আজ বিবিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনিস জানালেন, তামিমের কাছেই জানা যাবে তার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে পরিকল্পনা।
মিরপুরে মঙ্গলবার (১২ ডিসেম্বর) জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আমরা অপেক্ষা করছি, যেহেতু আপনারা মিডিয়াতে দেখেছেন, তামিম বলেছেন, মাননীয় প্রেসিডেন্টও (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) বলেছেন, তার (তামিম) সঙ্গে একটা মিটিং হয়েছে। সেখানেই তামিমের ক্রিকেট নিয়ে, ফিউচার নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। তবে সেখানে কী আলাপ-আলোচনা হয়েছে আমি ঠিক জানি না। তার থেকেই জানতে হবে, সামনে তার কমিটমেন্ট কী ক্রিকেট নিয়ে? এটার ওপর ভিত্তি করেই ডিসিশন নিতে হবে এক বছরের চুক্তির বিষয়ে।’
তাহলে কবে নাগাদ জানা যাবে জাতীয় দলে আর তামিমকে দেখা যাবে কি-না? -এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘আমরা হয়ত জানুয়ারি মাসের মধ্যেই জানতে পারব। তার মানে এটা আরও ১০-১৫ দিন পরের ব্যাপার। ফিউচারে তার কী কমিটমেন্ট, তার কোনো প্ল্যান আছে কি-না, এগুলোও জানতে হবে। এগুলো জানার ওপরেই নির্ভর করছে, আমরা তাকে কীভাবে চুক্তিতে আনব।’