জাতীয় স্কুল ক্রিকেটে বন্দর কর্তৃপক্ষ চ্যাম্পিয়ন

হ্যাটট্রিকসহ ৫ উই: ফাইনাল সেরা আব্দুর নুর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল পর্যায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।  রবিবার (২৮ মে)  এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩৯ রানে হাজেরা তজু স্কুল এন্ড কলেজকে হারিয়েছে।

টসে জিতে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুল ৪৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে।  জবাবে হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ৩৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয়।  জয়ী দলের আব্দুর নুর ১২ রানে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল হন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুলের হয়ে মেহেদি হাসান (৫৫রান/৩চার ও ১ ছক্কা) ও মেহেরাব খান (৫৫রান/৩চার ও ১ ছক্কা) হাফ সেঞ্চুরি করেছেন।  অন্যান্যের মধ্যে কেবল হাসিবুল আলম (১০রান/২চার) দু-অংকের রান করতে পেরেছিলেন।  হাজেরা তজু স্কুল এন্ড কলেজের ইমরানুল হক ১৭ ও অভি দে ২৭ রানে ৩টি করে উইকেট নেন।  এছাড়া আব্দুল্লাহ আল ফয়সাল ২১ ও এরশাদ হোসেন ৩২ রানে ১টি করে উইকেট দখল করেন।

হ্যাটট্রিকসহ ৫উই: ফাইনাল সেরা আব্দুর নুর

জবাবে হাজেরা তজু স্কুলের ব্যাটারদের মধ্যে কেউ-ই তেমন সুবিধে আদায় করতে পারেননি।  জুনায়েদ কালাম ৫চারে ৩৬ ও ইমরানুল হক ৫চার ও ১ ছক্কায় ২৭ রান করতে সক্ষম হন।  অতিরিক্ত খাতে ৯ রান যোগ হয়।  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুলের সফল বোলার হ্যাটট্রিক বয় আব্দুর নুর মাত্র ১২ রানে ৫ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান।  এছাড়া ওয়াহিদুল করিম ১২ ও মেহেরাব খান ১৯ রানে ২টি করে উইকেট নেন। অন্যান্যের মধ্যে মাহির শাহারিয়ার ৩৭ রানে ১ উইকেট পান।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস।  এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, আলী হাসান রাজু, সুলতান মাহমুদ খান (শাহীন), ক্রিকেট কোচ মহিবুল করিম মিঠু সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল সমূহের খেলোয়াড় ও শিক্ষকবৃন্দ প্রমুখ।