জাতির সাহসের অভাব দেখা দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান সংকটে সবাইকে সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘বাংলাদেশে গণতন্ত্রের সংকট উত্তরণ প্রয়াসে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা—একটি পর্যালোচনা’ শীর্ষক এই সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে যেখানে আছি, একটু সাহস করে দাঁড়াই। আমাদের মধ্যে কেন জানি সাহসের অভাব দেখা দিয়েছে। শুধু আপনারা নন, আমরা নই, জাতির সাহসের অভাব দেখা দিয়েছে। সাহস সঞ্চার করে সবাইকে দাঁড়াতে হবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকে তত্ত্বাবধায়ক কিংবা গণতন্ত্র পুনরুদ্ধার কথাই বলুন, সবকিছু যদি অর্জন করতে হয়, সাহস নিয়ে দাঁড়িয়ে জোর গলায় চিৎকার করতে হবে, বলতে হবে।’
‘আমাদের সংকট অত্যন্ত গভীর’—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্রকে যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিতে না পারি, একটা ব্যবস্থা নির্মাণ করতে না পারি, তাহলে এই জাতির বিকাশের পথ কোনো দিন বিকশিত হবে না।
সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য মানুষকে নিরপেক্ষ সরকার ও বিদ্যুতের দাবি থেকে অন্যদিকে ডাইর্ভাট করার জন্য বলে দাবি করেন মির্জা ফখরুল।
বিদ্যুতের সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার বলেছিল তাদের নাকি বিদ্যুৎ ফেরি করে বিক্রি করতে হবে। এখন ছয় ঘণ্টাও তো বিদ্যুৎ মিলছে না। আমরা যারা গ্রাহক, সবাই তো বিল দিচ্ছি। তাহলে টাকা গেল কোথায়? তারা তো কয়লা আনতে পারে না। আসলে শুধু মিথ্যা কথা বলে। তাদের টাকা নেই, ডলারও নেই। মাঝেমধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। এটা করে কী হবে, জাতির কাছে জবাবদিহি করতে হবে। পশ্চিমবঙ্গে লোডশেডিং নেই। তাহলে আমরা বিলিয়ন-বিলিয়ন ডলার খরচ করে কেন সেটা করতে পারলাম না?’