চট্টগ্রামে কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে হাজী নূর সোবহান স্টোরের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ০২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে গুদামে প্রথম আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে সবখানে। এসময় ধোঁয়া আচ্ছন্ন হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।
জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সচিব মোহাম্মদ ইব্রাহীম বলেন, আগুনে ঈদের জন্য আনা থ্রি পিস, পর্দা ও বেডশিটসহ নানান কাপড় পুড়ে গেছে। আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসছে। তিনটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারি এসি থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে বেরিয়ে আসবে বিষয়টি।