সবুজ ঘাসে মোড়ানো উইকেট, এমন সিমিং কন্ডিশনে টস জিতে আগে বোলিং বেছে নেওয়ার পথেই হাটলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। শুরুতেই তার দল দেখে উইকেটের মুখ। এরপরই অবশ্য বদলে যায় চিত্রপট, সকালের সেশনে আর কোনো সাফল্য যায়নি আফগানিস্তানের ঝুলিতে। বল হাতে দাপট দেখানোর বদলে সফরকারী বোলাররা ২৪ ওভারে নিতে পারে কেবল ২ মেডেন। তিনে নামা শান্তর ওয়ানডে স্টাইলে ফিফটি আর জয়ের পারফেক্ট টেস্ট ব্যাটিংয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা।
বাংলাদেশ প্রথম দিনের প্রথম সেশন শেষ করে ২৪ ওভারে স্কোরবোরর্ডে ১ উইকেটে ১১৬ রান তুলে। শুরুর ৭ নম্বর বলে জাকির হাসানকে হারানো বাংলাদেশ শান্ত-জয়ের ব্যাটে ১০০ রানের জুটি পায় ১২৬ বলে। শান্ত অপরাজিত ৬৪ রানে, জয়ের ব্যাটে এখন অব্দি ৭০ বলে ৩৮ রান।
আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বৃষ্টির মৌসুম হওয়ায় এই সময় দেশে বাংলাদেশের খেলা থাকে কম। ঢাকা টেস্টেও আছে বৃষ্টির সম্ভাবনা। মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। তবে এবার ঘাসের বেশ উপস্থিতি আছে বলে জানা গেছে। সবুজ উইকেট বিবেচনায় তামিম ও সাকিবহীন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগানরা।
তামিমের জায়গায় খেলছেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন আরও দুই পেসার। তারা হলেন-শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
এদিকে আফগানদের হয়ে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের। একজন করিম জানাত, আরেকজন নিজাত মাসুদ। তারাও একাদশ সাজিয়েছে তিন পেসার দিয়ে। বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন করিম জানাত, আমির হামজা এবং ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন রহমত শাহ।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
এমএফ