জয়ে শুরু চট্টগ্রামের

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

৪১ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে চট্টগ্রাম জেলা। শনিবার (১১ মার্চ) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় তারা ১০০ রানে কিশোরগঞ্জ জেলাকে পরাজিত করে।

টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ২২৮ রান করে চট্টগ্রাম। দলের পক্ষে ৭ চার ও ১ ছক্কায় সাদিকুর সর্ব্বোচ ৭৬ রান করেন। দ্বিতীয় সর্ব্বোচ ৩৬ রান করেন আবু নেওয়াজ লিখন। তার ইনিংসে ২ টি চারের মার ছিল। এ দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে ১০৪ রান পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন। তখনই মনে হচ্ছিলো বড় স্কোরের দিকে এগুচ্ছো চট্টগ্রাম। কিন্তু বাকি ব্যাটারদের মধ্যে তেমন কেউ-ই খুব একটা সুবিধা করতে না পারলে চট্টগ্রামের সে প্রত্যাশা পূরণ হয়নি।

অন্য ব্যাটারদের মধ্যে মাত্র ৩ জন ইমরুল করিম (২৬), কাজী কামরুল (২৬) ও রতন দাশ (১৩) দুই অংকের রান করতে পেরেছেন। অতিরিক্ত খাতে ১৭ রান যোগ হয়। কিশোরগঞ্জ জেলার হয়ে ফয়সাল কবির ৪৯ রানে ৩ উইকেট ও মাহফুজ ৩০ রানে ২ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান। এছাড়া সোহেল রানা ১ উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১২৮ রানে সবকটি উইকেট হারায় কিশোরগঞ্জ জেলা। শুরুতেই ২৪ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি। চতুর্থ উইকেটে জুটিতে রিদোয়ান (৪৩), শিফাত (২২) ইনিংসে ৫৯ রান যোগ করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। দলীয় ৮৩ রানে সিফাত আউট হওয়ার পর আবারো বিধ্বস্ত হয় তাদের ইনিংস।

এ সময় চট্টগ্রামের বোলাররা ওমর ফারুক (৩/২২), তন্ময় পাটোয়ারী (২/২২), রনি চৌধুরী (২/২৩) ও কাজি কামরুল (২/২৭) দারুণ মৃতব্যয়ী বোলিং করলে শেষ দিকে দলের কেউই ইনিংসে হাল ধরতে পারেননি। অন্যদের মধ্যে নুর মোহাম্মদ ১৬ এবং আকরাম ১০ রান করেন।

চট্টগ্রাম জেলা ১৪ মার্চ তাদের দ্বিতীয় খেলায় অংশ নেবে।