বুধবার (১৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচকে ঘিরে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে দিয়েছে টাইগার বাহিনী। তবে বৃষ্টির কারণে ভেস্তে গেছে সোমবারের (১২ জুন) অনুশীলন। আফগানদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামব। ’
এদিকে আসন্ন টেস্টে মিরপুরে ঘূর্ণি উইকেটের পরিবর্তে দেখা যেতে পারে সবুজ ঘাস। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘অনেক দিন ধরে মিরপুরে ঘূর্ণি উইকেটে খেলা হয়। আমাদের চ্যালেঞ্জ এটাই আমরা কিভাবে ঘাসের উইকেটে ভালো খেলি। এখন বিষয় এটা যে, আমরা কিভাবে সারভাইব করি, বড় স্কোর করতে পারি। এরকম টিমের সাথে আপনি নরমাল ইভেন (বাউন্সি) উইকেটে খেলবেন এটাই স্বাভাবিক। ’
তিনি আরো বলেন, ‘যে কোনো টিমের সঙ্গে আপনি জেতার জন্যই যাবেন। এতদিন পরিশ্রম করছি, শুধুমাত্র একটা জিনিসের জন্যই। আমরা যে কোনো টিমের সঙ্গে খেলার জন্য এই জিনিসটাই চেষ্টা করি। রেজাল্ট সবসময় আপনার হাতে আসবে না। এটা মানতে হবে। ’