জমি সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকি, জয়দেবপুরে থানায় সাধারণ ডায়েরি

জয়দেবপুর থানার বড় কয়ের এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতির অভিযোগ তুলে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ব্যক্তি।

ভুক্তভোগী গৌতম চন্দ্র দাস (৪৫) নামের ওই ব্যক্তি অভিযোগপত্রে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে একই এলাকার সাইদুল ইসলাম তুহিন (৪৪) নামের এক ব্যক্তি তার এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে শত্রুতা পোষণ করে আসছেন।

গৌতম চন্দ্র দাস বর্তমানে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৯ এলাকার বাসিন্দা হলেও তার পৈতৃক বসতভিটা জয়দেবপুর থানার বড় কয়ের এলাকায়। সেখানে তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা জমির দেখাশোনা করেন।

জিডিতে গৌতম উল্লেখ করেন, গত ৩ জুলাই রাত ৮টার দিকে তিনি নিজ গ্রামের বাড়ির আশপাশ ঘুরে দেখছিলেন। এ সময় অভিযুক্ত সাইদুল ইসলাম তুহিন এসে তার কাঁঠাল গাছ কাটার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় সাইদুল ক্ষিপ্ত হয়ে গৌতমকে হুমকি দেন যে, তিনি সুযোগ পেলে গাছ কেটে ফেলবেন এবং জমি জবরদখল করবেন।

এছাড়াও তিনি গৌতমের ব্যক্তিগত প্রাইভেট কার (নং: ঢাকা মেট্রো-গ-২৫-৬২৭০) ভাংচুর করে ক্ষতিসাধন এবং তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করে লাশ গুম করার হুমকি দেন বলেও অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, ঘটনাটি তার পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রত্যক্ষ করেছেন। ভবিষ্যতের নিরাপত্তা বিবেচনায় বিষয়টি জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।