বিএনপিকে মরা গাঙ্গের সঙ্গে তুলনা করে সেই গাঙ্গে আর জোয়ার আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৩ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ এর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি বলেন, ‘সমাবেশে জনসমাগম দেখে মনকলা খাচ্ছে বিএনপি। জনসমাগম কাকে বলে দেখতে ফখরুল সাহেবকে আমন্ত্রণ জানিয়েছি। আওয়ামী লীগের একটা জেলা সম্মেলনে কত মানুষ হয় দেখার জন্য।’
কাদের বলেন, ‘কয়েক হাজার লোক হলেই বলা হয় লাখ লাখ। চট্টগ্রামে লাখের কাছাকাছি হলেও ময়মনসিংহ ও খুলনাতে এত লোক হয়নি। মরা গাঙে কিছুটা ঢেউ দেখে মনকলা খাচ্ছে বিএনপি। মরা গাঙ্গে জোয়ার আর আসবে না। গণমাধ্যমকর্মীরা এতদিন পর ঘুমিয়ে থাকাদের জেগে উঠতে দেখে বড় করে ছবি প্রচার করেছে।’
সেতুমন্ত্রী বলেন, প্রতিদিন আমাদের প্রোগ্রাম হচ্ছে। আওয়ামী লীগের এক একটা প্রোগ্রামে লাখ লাখ মানুষ জমায়েত হয়, তা দেখে বিএনপির গা জ্বালা করে।
তিনি বলেন, বিএনপি বাধার কথা বলে, জাতীয় পার্টিও বলছে তাদের রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। এ অবস্থা তো আমাদের ওপরও ছিল। কি না করেছে তারা! তাদের অমানবিক নির্যাতনে আওয়ামী লীগের ২৫ হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার কোনো ইচ্ছে নেই আওয়ামী লীগের।