ছোট ভাইয়ের দায়ের কুপে বড় ভাই নিহত

কক্সবাজারের রামুতে আপন ছোট ভাইয়ের দায়ের কুপে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কম্বনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আয়ুব আলী (২৫) একই এলাকার মৃত বশির আহমদের ছেলে। তার আপন ছোট ভাই মোঃ ইয়াছিনের দা এর আঘাতে তার মৃত্যু হয় বলে জানা যায়। এ ঘটনায় ঘাতক ইয়াছিনের বউকে আটক করেছে রামু থানা পুলিশ।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ বিদ্যুৎ জানান,শুক্রবার সকালে গোসলের পানিকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আয়ুব আলীর লাশ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। তারা দু’জনই পশু চিকিৎসক। ব্যক্তিজীবনে তারা দুই ভাইয়ের কোন সন্তান নেই।

স্থানীয়রা জানান, নিহত আয়ুব আলীর সাথে আপন ছোট ভাই মোঃ ইয়াছিনসহ তার মায়ের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তার (আয়ুব আলী) মা সহ আপন ছোট ভাই নিহত আয়ুব আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন,যার কারনে সে বেশকিছুদিন ধরে পরিবারের বাইরে বাইরে থাকত। তবে সেটির কারনে এই হত্যাকান্ড কিনা সঠিক বলা যাচ্ছে না।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। ঘাতক ইয়াছিন পলাতক রয়েছে,তাকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।