বিশ্বের প্রায় সব দেশের মানুষের কাছে বেশ জনপ্রিয় গুগলের ট্রান্সলেটর। ১৩০টি ভাষায় যে কোনো লেখা অনুবাদ করা যায় গুগলের এ সেবার মাধ্যমে।
গুগল ট্রান্সলেট কাজে লাগিয়ে এক ভাষার শব্দ অন্য ভাষায় অনুবাদ করেন অনেকেই। তবে মাঝেমধ্যে ছবিতে থাকা লেখা অনুবাদের প্রয়োজন হয়। চাইলে গুগল ট্রান্সলেটের মাধ্যমেই ছবিতে থাকা লেখা অন্য ভাষায় অনুবাদ করে পড়া যাবে।
ছবিতে থাকা লেখা অনুবাদের জন্য প্রথমে গুগল ট্রান্সলেট অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যে ভাষাগুলো থেকে অনুবাদ করতে চান তা সিলেক্ট করতে হবে। যে ভাষায় অনুবাদ করতে চান তা নির্বাচন করতে হবে। বাঁ দিকে ক্যামেরা ট্যাবে ক্লিক করে ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে ছবির সব লেখা অনুবাদ হয়ে যাবে।