চ্যালেঞ্জ নিতে পছন্দ করি: মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের বৃহস্পতি এখন তুঙ্গে।  দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন ওপার বাংলার সিনেমাতেও।  কোরবানের ঈদের আগেই তাকে প্রথমবারের মতো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই’র পর্দায়।  সম্প্রতি প্রকাশ পেয়েছে অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর ট্রেলার।  এতে ‘নীরা’ চরিত্রে অভিনয় করছেন মিম।

গল্পে দেখা যাবে, গ্রামের এক সাধারণ মেয়ে নীরা।  সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় এসেছেন।  তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চান।  পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।

এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়, তারা একসঙ্গে জিল্লুরকে খুঁজতে শুরু করেন।  তারা জানতে পারেন, একটি সন্ত্রাসী সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে।  এতে তাদের মিশন নতুন মোড় নেয়।

সিরিজটি নিয়ে মিম বলেন, ‘ট্রেলারে দর্শকদের প্রতিক্রিয়া দেখে ভীষণ অভিভূত।  আশা করি, দর্শকেরা তাদের এই ভালোবাসা সিরিজটি মুক্তির পর দেখাবেন। ’  সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কেমন চ্যালেঞ্জ নিয়েছি দর্শকেরা সিরিজটি দেখে মত দেবেন।’

এই সিরিজে আরও অভিনয় করেছেন এফএস নাঈম, সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন, একে আজাদ সেতু প্রমুখ।  সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় সিরিজটি আগামী ২৮ জুন মুক্তি পাবে।