অনেকেই হয়তো জানেন না, চুলের পরিচর্যায় পেঁয়াজের তেলকে একটি অব্যর্থ ওষুধ হিসেবে গণ্য করা হয়। পেঁয়াজে আছে ভিটামিন এ, সি, ই, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া এটি কেরোটিনের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক। তাই চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আপনি ব্যবহার করতে পারেন পেঁয়াজের তেল।
পেঁয়াজের তেল তৈরি করবেন যেভাবে:
পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিন। এবার টুকরাগুলো ব্লেন্ড করুন এবং রস বের করে নিন। একটা পরিষ্কার প্যানে নারিকেল তেল গরম করুন। এরপর এই তেলের সঙ্গে পেঁয়াজের রস যোগ করুন। এই মিশ্রণ ভালোভাবে ফোটান। এরপর নামিয়ে ঠাণ্ডা হতে দিন। এবার ছেঁকে এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। সপ্তাহে অন্ততঃ দুইবার এই তেল ব্যবহারে উপকার পাবেন।
উপকারিতা:
চুল লম্বা করে
পেঁয়াজের তেল চুল লম্বা করতে সাহায্য করে। এই তেল ব্যবহারে মাথার ত্বকের পিএইচ লেভেল স্বাভাবিক থাকে। ফলে রক্ত সঞ্চালন উন্নত হয়, সেইসঙ্গে সক্রিয় হয় চুল বৃদ্ধির গতিও। পেঁয়াজের তেল মাথার ত্বকে পুষ্টি জোগায়। ফলে চুলের গোড়া হয় মজবুত।
চুল উজ্জ্বল করে
নানা কারণে চুল তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে পারে। আপনি যদি পেঁয়াজের তেল ব্যবহার করেন তবে তা আপনার চুলের উজ্জ্বলতা বাড়াতে কাজ করবে। কারণ এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট। এটি চুল ও মাথার ত্বক কন্ডিশনড করতেও সাহায্য করে।
খুশকি দূর করে
খুশকির সমস্যা সমাধানে একটি সহজ উপায় হলো পেঁয়াজের তেল ব্যবহার। এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য, যা মাথার ত্বকের সংক্রমণ দূর করতে কাজ করে। তাই এই তেল খুশকি প্রতিরোধে কাজ করে।
কন্ডিশনিং
নিয়মিত পেঁয়াজের তেল দিয়ে ম্যাসাজ করলে চুলের গোড়া মজবুত হয়। সেইসঙ্গে চুলের গভীরে পুষ্টির জোগান দেয় এই তেল। শুষ্ক ও নিস্তেজ চুলের সমস্যা দূর করে পেঁয়াজের তেল। নিয়মিত ব্যবহারে চুলের বৃদ্ধিও হয় চোখে পড়ার মতো।
পাকা চুল কালো করে
অনেকের অল্প বয়সেই চুল পেকে যায়। এই সমস্যার সমাধানে সাহায্য করতে পারে পেঁয়াজের তেল। এতে আছে ভিটামিন, খনিজ ও শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। যে কারণে এটা ব্যবহারে পাকা চুল ধীরে ধীরে কালো হতে শুরু করে। তাই যাদের অল্প বয়সে পাকা চুলের সমস্যা রয়েছে, তারা ব্যবহার করতে পারেন পেঁয়াজের তেল। এছাড়া চুল পড়া কমায় এই তেল।